জাতীয়

অতিরিক্ত সচিব পদোন্নতি নিয়ে চলছে অতিরিক্ত গড়িমসি

দেশে বর্তমানে অতিরিক্ত সচিবের পদ আছে ৪১৮টি। কর্মরত আছে ৩২৩ জন। ওএসডি হয়ে আছেন ৩৫ জন। কার্যত শুন্য পদ ১৩০টি। অথচ অতিরিক্ত সচিবের অভাবে বিভিন্ন অধিদপ্তর ও সংস্থায় ডিজি ও চেয়ারম্যানের ৪০টি পদ এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ৯০টি অনুবিভাগ খালি রয়েছে। এসব বিভাগ চলছে কোন রকমে চলছে অতিরিক্ত দায়িত্ব দিয়ে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, যারা নৈশ ভোটের ডিসি ছিল, যারা ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পিএস ছিল তাদের চাপের কারণে হচ্ছে না অতিরিক্ত সচিব পদে পদোন্নতি। তারা অপেক্ষা করছে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে তাদের ম্যানেজ করে পদোন্নতি বাগিয়ে নিবে। আর তাদের এ প্রচেষ্টায় সহযোগিতা করছে বর্তমান প্রশাসনের অনেকেই। একশরও বেশী পদ খালি থাকা সত্ত্বেও নজিরবিহীনভাবে ৬ মাস যাবত ঝুলে আছে বহুল আলোচিত এ পদোন্নতি। 

যুগ্মসচিব পদে ৪ বছরের বেশী কাজ করার পর সুপরিয়র সিলেকশন বোর্ড, এসএসবি কর্তৃক চুলচেরা বিশ্লেষণে পদোন্নতিযোগ্য হিসেবে বিবেচিত অফিসারদের পদোন্নতিও হচ্ছে না। সম্প্রতি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, পুলিশ, বিচারক সকলের পদোন্নতি হচ্ছে। কিন্তু আটকে আছে শুধু অতিরিক্ত সচিব পদে পদোন্নতি। বিষয়টিকে রহস্যজনক মনে করছেন সংশ্লিষ্টরা।  এ ব্যাপারে মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের মোবাইল ফোনে যোগাযোগের চেস্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন