রাজধানী

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা

বোরকা পরা গৃহকর্মী বের হন স্কুল ড্রেসে

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় সন্দেহ করা হচ্ছে বাসার গৃহকর্মীকে। সোমবার (০৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডের ৭তলার এক বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন—গৃহবধূ মালাইলা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)।

পরিবারের ধারণা, তাদেরকে হত্যা করে পালিয়েছে বাসার গৃহকর্মী আয়েশা। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে তদন্তে নেমেছে পুলিশ। খোঁজা হচ্ছে আয়েশাকে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সোমবার সকাল ৭টা ৫২ মিনিটে কালো বোরকা পরিহিত আয়েশা বাসায় প্রবেশ করেন। ৯টা ৩৬ মিনিটে বের হওয়ার সময় তার গায়ে দেখা যায় স্কুল ড্রেস।

নিহতের স্বামী আজিজুল জানান, আজ ১১টার পরে দিকে বাসায় ঢুকে তিনি স্ত্রী ও মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। এ সময় তিনি বাসার মেঝে ও দেয়ালে দেখা যায় রক্ত।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্বজন ও প্রতিবেশীরা। তারা জানান, নবম শ্রেণির শিক্ষার্থী নাফিজা পড়তো মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে। সোমবার ছিল তার শেষ বার্ষিক পরীক্ষা। সুষ্ঠু তদন্ত ও জড়িতকে দ্রুত আইনের আওতায় আনার দাবি করেছেন তারা।

তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান জানান, পুলিশ আসার আগেই নাফিজাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে গৃহকর্ত্রী লায়লা আফরোজের মরদেহ নিয়ে যায় পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা জানান, সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের আইনের আওতায় নেওয়া হবে। হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, সন্দেহ করা গৃহকর্মী আয়েশাকে চার দিন আগেই ওই বাসায় কাজের জন্য নেওয়া হয়। তিনি বিহারী ক্যাম্পে থাকেন। তাকে নিয়ে নিহতের পরিবারের কাছে কোনো তথ্য নেই।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন