রাজধানী

শাহবাগ ছাড়লেন ৫ কলেজের শিক্ষার্থীরা

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশে অন্তর্ভুক্ত স্কুলিং মডেলবাতিলের দাবিতে পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা শাহবাগের সড়ক অবরোধ থেকে সরে গিয়েছেন।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা কর্মসূচি স্থগিত করে সরে যান। এরপর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। শাহবাগ থানার প‌রিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীরা জানায়, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কাঠামোতে স্কুলিং মডেল রাখা হলে সরকারি কলেজগুলোতে উচ্চমাধ্যমিক বা এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের অস্তিত্ব ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে। তাই তারা এই মডেল বাতিল করে উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখার দাবি জানান।

এর আগে বেলা পৌ‌নে ১২টার দিকে ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন এতে গুরুত্বপূর্ণ এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই বিতর্কিত পদ্ধতি বাতিলের ঘোষণা না আসা পর্যন্ত তাদের আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে

ওসি মো. আসাদুজ্জামান ব‌লেন,৫ কলেজের শিক্ষার্থীরা সড়ক ছে‌ড়ে চ‌লে গে‌ছেন। বর্তমা‌নে প‌রি‌স্থিতি স্বাভা‌বিক আছে। ত‌বে শিক্ষা ভব‌নের সাম‌নে ৭ কলেজের কিছু শিক্ষার্থী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রণয়নের দাবিতে এখনও অবস্থান করায় সেখা‌নে যানজট র‌য়ে‌ছে। পু‌লিশ পরি‌স্থি‌তি নিয়ন্ত্রণের চেষ্টা চল‌ছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন