জাতীয়

নির্বাচনের তাফসিল নিয়ে ইসির বৈঠক আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিতে আজ রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। রোববার সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক হওয়ার কথা।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন ও গণভোট আয়োজনের সার্বিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি পোস্টাল ব্যালট পরিবহনের সময়সূচি চূড়ান্ত করাও সভার অন্যতম এজেন্ডা। তফসিল নিয়ে আলোচনাসহ মোট ১০টি বিষয় আজকের সভায় গুরুত্ব পাবে। এর মধ্যে রয়েছে তফসিল ঘোষণার আগে–পরে করণীয়, মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়, গণভোট পরিচালনার প্রস্তুতি এবং কেন্দ্র পর্যায়ে যোগাযোগ জোরদার করার বিষয়গুলো।

এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম অনেকটাই সম্পন্ন করেছে ইসি। তফসিল ঘোষণার আগে আইন–শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক ও আন্ত মন্ত্রণালয় আলোচনাও শেষ হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, কমিশনের সদস্যরা আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে প্রস্তুতির বর্তমান অবস্থা জানাবেন। এরপর শিগগিরই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তফসিল ঘোষণা করবেন।

এদিকে নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন ও পুলিশ বিভাগে বড় ধরনের রদবদল আনা হয়েছে—ডিসি, ইউএনও, এসপি ও ওসি পর্যায়েও পরিবর্তন করা হয়েছে।

মক ভোটিংয়ের অভিজ্ঞতা থেকে ইসি জানতে পারে, অনেক ভোটার গণভোটের ব্যালট পড়তে বেশি সময় নিয়েছেন, ফলে ভোটের গতি কমে গেছে। একই সঙ্গে গোপন কক্ষের সংখ্যা যথেষ্ট না থাকায় অনেক কেন্দ্রে সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামের ভোটকেন্দ্রগুলোতে নতুন অবকাঠামো যুক্ত করার সুযোগ সীমিত।

এসব বিবেচনায় গোপন কক্ষ বাড়ানো এবং ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর প্রস্তাব আজকের সভায় আনুষ্ঠানিকভাবে আলোচিত হবে বলেও জানা গেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন