দেশজুড়ে

নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

মানিকগঞ্জ সদরের কালীগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে গিলন্ড এলাকায় এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—গিলন্ড গ্রামের আকবর হোসেনের ছেলে জুনায়েদ (৩) এবং আজগরের ছেলে জামিল (৩)। তারা আপন চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের মাঠে খেলতে বের হয় দুই শিশু। খেলার একপর্যায়ে তারা মাঠের পাশের কালীগঙ্গা নদীর দিকে চলে যায়। পরে শিশুদের মাঠে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

কিছুক্ষণ পর স্থানীয়রা নদী থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

ওসি কামাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন