রাজনীতি

দিল্লি বা লন্ডনে বসে নয়, দেশে এসেই রাজনীতি করতে হবে : সাদেক কায়েম

ছবি: সংগৃহীত

বাংলাদেশে রাজনীতি করতে হলে তারুণ্য, ইনসাফ, এ দেশের মাটি ও ভাষাকে ধারণ করেই করতে হবে। দেশে এসেই রাজনীতি করতে হবে—লন্ডন, দিল্লি বা পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি চলবে না। বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে তারুণ্য উৎসব ও নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, “আজকের তরুণরা প্রতিবাদ করতে শিখেছে, তারা এখন আরও সচেতন। জুলাই আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষা ছিল ইনসাফ প্রতিষ্ঠা—আমাদের সেই পথেই চলতে হবে। এখনো আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হয়নি।”

তিনি বলেন, গেল ১৬ বছরে ‘ফ্যাসিবাদী কাঠামো’র মাধ্যমে রাষ্ট্রের শিক্ষা, অর্থ ও সংস্কৃতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। 

দেশকে নতুন করে গড়ে তুলতে ‘ইনসাফের প্রতিনিধিদের’ বিজয়ী করার আহ্বান জানিয়ে ভিপি সাদিক বলেন, “বিপ্লবের আগে ও পরে ইনসাফের প্রতিনিধিদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি—এটাই তাঁদের সততার প্রমাণ।”

ভারতের প্রতি অভিযোগ তুলে তিনি বলেন, “গেল ৫৪ বছরে এ অঞ্চলে যে নির্যাতন হয়েছে, তার প্রতিবাদ আমাদের প্রতিনিধিরাই করেছেন। স্বাধীন বাংলাদেশে ভারতের প্রেসক্রিপশনে কিছু চলবে না। সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে—সবগুলোর বিচার হবে।”

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় বিমানবন্দর একসময় ‘একটি দেশের প্রেসক্রিপশনে’ বন্ধ করে দেওয়া হয়েছিল। 

“নতুন বাংলাদেশে কোনো প্রেসক্রিপশনে চলবে না,” উল্লেখ করে তিনি দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে বিমানবন্দর পুনরায় চালুর আশ্বাস দেন।

শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা ও প্রবাসীদের অধিকার সুরক্ষায় ইনসাফমনা প্রার্থীরা প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলেও তিনি জানান।

এসময় সমাবেশে অন্যদের মাঝে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি মো. আলমগীর হোসেন ও ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম প্রমুখ।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন