আন্তর্জাতিক

২০২৬ সালের হজে নিরাপত্তা জোরদার করতে প্রযুক্তির ছোঁয়া

২০২৬ সালের হজে অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও উন্নত করতে বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তন আনছে সৌদি আরব সরকার। এ উদ্দেশ্যে তারা দুটি নতুন উদ্যোগ চালু করেছে।

নতুন পদক্ষেপের মধ্যে অন্যতম হলো প্রতিটি হাজির জন্য বিশেষ ‘ই-ব্রেসলেট’ বা ইলেকট্রনিক ব্রেসলেট বাধ্যতামূলক করা। এছাড়া, মসজিদুল হারামের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে সেখানে এক হাজার নতুন নজরদারি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

হাজিদের হজের সফর নিরাপদ ও নির্বিঘ্ন করতেই এই আধুনিক উদ্যোগ গ্রহণ করেছে সৌদি কর্তৃপক্ষ। 

সম্প্রতি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, হাজিদের হাতে থাকা এই স্মার্ট ই-ব্রেসলেটটি মূলত ব্যক্তিগত তথ্যভাণ্ডার এবং গাইড হিসেবে কাজ করবে। এই ব্রেসলেটে হাজির পাসপোর্ট, ভিসা ও আবাসন সংক্রান্ত সকল তথ্য সংরক্ষিত থাকবে, যার ফলে তাদের পরিচয় শনাক্তকরণ সহজ হবে। 

এছাড়া, জরুরি চিকিৎসার প্রয়োজনে হাজির শারীরিক অবস্থা ও পূর্ববর্তী মেডিকেল ইতিহাসও এতে দ্রুত পাওয়া যাবে। শুধু তাই নয়, রিয়েল-টাইম জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে হাজিরা মক্কা-মদিনায় নিজেদের অবস্থান সহজে বুঝতে পারবেন। এমনকি এতে নামাজের সময়সূচি এবং হজের বিভিন্ন রোকন পালনে বহুভাষী নির্দেশিকাও যুক্ত থাকবে। ব্রেসলেটটি পানিনিরোধক বা ওয়াটার রেসিস্ট্যান্ট হওয়ায় ওজু বা ভিড়ের মধ্যে এটি নষ্ট হওয়ার কোনো ভয়ও নেই।

অন্যদিকে হাজিদের ভিড় নিয়ন্ত্রণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মক্কার গ্র্যান্ড মসজিদ বা মসজিদুল হারাম চত্বরে এক হাজার নতুন অত্যাধুনিক সার্ভিলেন্স ক্যামেরা স্থাপন করা হয়েছে। 

বিশেষ নিরাপত্তা বাহিনী বা স্পেশাল ফোর্স ২৪ ঘণ্টা এই ক্যামেরাগুলোর মাধ্যমে পুরো এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। মূলত, ২০১৫ সালের হজে মিনায় পদদলিত হয়ে মর্মান্তিক প্রাণহানির ঘটনার পর থেকে হাজিদের নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সৌদি সরকার। 

সূত্র: গালফ নিউজ

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন