আন্তর্জাতিক

জার্মানিতে সেনাবাহিনীর গোলাবারুদ উধাও

ছবি: সংগৃহীত

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের বুর্গ শহরে সেনাবাহিনীর জন্য পাঠানো একটি বেসামরিক ডেলিভারি ট্রাক থেকে প্রায় ২০ হাজার গুলি চুরির ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

গেল ২৫ নভেম্বর রাতে ট্রাকটি একটি হোটেলের পার্কিং লটে রাখা হয়। পরদিন ব্যারাকে পৌঁছানোর পর দেখা যায় ১০ হাজার পিস্তলের গুলি এবং ৯,৯০০টি প্রশিক্ষণ রাইফেলের গুলি ট্রাকে নেই।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, অনিরাপদ স্থানে রাতভর ট্রাক থামানোই চুরির সুযোগ তৈরি করেছে। তারা উদ্বেগ জানিয়ে বলেছে, এ ধরনের গোলাবারুদ ভুল হাতে পড়া গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

সাম্প্রতিক মাসগুলোতে স্যাক্সনি-আনহাল্টের অন্য এলাকাতেও পুলিশের গোলাবারুদ হারানোর ঘটনা ঘটেছে। যা জার্মানিতে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন প্রশ্ন তুলছে।

চুরির ঘটনা তদন্তে সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ যৌথভাবে কাজ শুরু করেছে, তবে এখনো কারা এতে জড়িত তা জানা যায়নি।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন