হোয়াইট হাউসের শান্তি প্রস্তাব নিয়ে পুতিন-উইটকফ বৈঠক আজ
ইউক্রেনে যুদ্ধ বন্ধে হোয়াইট হাউসের প্রস্তাব নিয়ে আলোচনা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বৈঠকটি মস্কোর স্থানীয় সময় মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরের পর হওয়ার কথা।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তি পরিকল্পনাকে ঘিরে এটি হবে দুই দেশের শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা। বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে জামাই ও তার ঘনিষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারও উপস্থিত থাকতে পারেন। কুশনার এই শান্তি পরিকল্পনার খসড়া প্রণয়নে সম্পৃক্ত বলে জানা গেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই দিনের একটি সম্মেলনে ইউক্রেন ও মার্কিন কর্মকর্তারা যুদ্ধের ভবিষ্যৎ গতি-প্রকৃতি এবং সম্ভাব্য সমাধান খুঁজে বের করার লক্ষ্যে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় মস্কোর এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য সংলাপ ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়ী অচলাবস্থা নিরসনে নতুন কূটনৈতিক পথ উন্মোচন করতে পারে। তবে বৈঠক থেকে বাস্তবে কী ধরনের অগ্রগতি আসতে পারে, তা এখনও স্পষ্ট নয়।
এসএইচ//