খেলাধুলা

আইপিএলে মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি, সাকিবের ১ কোটি

ছবি: সংগৃহীত

আসন্ন আইপিএল মিনি নিলামকে ঘিরে জমজমাট পরিবেশ। ইতোমধ্যেই এক হাজার ৩৫৫ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন এবারের নিলামের জন্য। তাঁদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে আছে ৪৫ জন ক্রিকেটার। বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানও জায়গা করে নিয়েছেন এই এলিট তালিকায়। সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি।

নিবন্ধনের শেষ দিন ছিল ৩০ নভেম্বর। এরপরই ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে নিবন্ধিত খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা পাঠিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। ১০টি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে মোট ৭৭টি জায়গা খালি, যার মধ্যে ৩১টি বিদেশি খেলোয়াড়দের জন্য। সর্বোচ্চ ২৫ জন নিয়ে স্কোয়াড তৈরি করার নিয়ম থাকায় এবার দলগুলো খুব হিসেব করে নামবে নিলামে। ফ্র্যাঞ্চাইজিগুলোর সংক্ষিপ্ত তালিকা জমা দেওয়ার শেষ দিন ৫ ডিসেম্বর। ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের এবারের মৌসুমের মিনি নিলাম।

সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় ভারতের মাত্র দুজন-ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই। বাকি ৪৩ জনই বিদেশি ক্রিকেটার। বাংলাদেশসহ ১৪টি দেশ থেকে খেলোয়াড়েরা নিবন্ধন করেছেন। এমনকি মালয়েশিয়া থেকেও নাম এসেছে; আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রান ও ১০০ উইকেট নেওয়া বীরানদীপ সিং থাকছেন এবারের তালিকায়।

ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, এবারের মিনি নিলামের সম্ভাব্য বড় আকর্ষণ হতে পারেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। গতবার চোটের কারণে মেগা নিলামে অংশ নিতে পারেননি তিনি। এবার তাঁকে দলে টানতে সবচেয়ে আগ্রহী হতে পারে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস—দুই দলেরই বাজেট সর্বোচ্চ (কলকাতা ৬৪.৩ কোটি, চেন্নাই ৪৩.৪ কোটি রুপি) এবং বিদেশি স্লটও খালি রয়েছে। আন্দ্রে রাসেলের অবসরের পর গ্রিনকে দিয়ে শূন্যতা পূরণের চিন্তাও থাকতে পারে কলকাতার।

তবে তালিকায় নেই কিছু বড় নামও। তাঁদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এবারের মিনি নিলামে তিনি নিবন্ধন করেননি।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন