জাতীয়

বেগম খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন মোদি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৫৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক্সে (সাবেক টুইটারে)  দেয়া এক পোস্টে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি

নরেন্দ্র মোদি বলেন,  বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জেনে গভীর উদ্বেগ প্রকাশ করছি। বহু বছর ধরে তিনি (খালেদা জিয়া) বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ভারতের প্রধানমন্ত্রী  লেখেন, তার (খালেদা জিয়া) দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত যে কোনোভাবে, যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

গত রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপাসনকে।

আজ বিকেলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে বিদেশ থেকে আসা পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। হাসপাতালে সাবেক এ প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন