৯ ঘণ্টার ব্যবধানে খুলনায় ফের গুলি, গুরুতর আহত ১
খুলনায় ৯ ঘণ্টার ব্যবধানে আবারও গুলির ঘটনা ঘটেছে। এতে এক যুবক গুরুতর আহত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর জিন্নাহপাড়া এলাকায় সম্রাট কাজী (২৮) নামে এক যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে। সম্রাট নড়াইলের কাজী আজিজুর রহমানের ছেলে এবং খুলনা শিপইয়ার্ডে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি শিপইয়ার্ড এলাকায় বসবাস করেন।
জানা যায়, রাতে জিন্নাহপাড়া এলাকায় সম্রাটকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তার হাতে গুলি লাগে এবং একই সঙ্গে পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানিয়েছেন, সম্রাটকে লক্ষ্য করে গুলি করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করতে অভিযান চলছে।
এর আগে, গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে প্রকাশ্যে গুলির ঘটনা ঘটে। এতে দুজন নিহত হন। ওই হামলার ৯ ঘণ্টা পর আবারও গুলির ঘটনা শহরজুড়ে উদ্বেগ বাড়িয়েছে।
এসি//