ছাত্রদল নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের কান্দিপাড়ায় বৃহস্পতিবার গভীর রাতে গুলি করে ও গলা কেটে সাদ্দাম হোসেন (৩৭) নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নিহতের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সোয়া ৮টার দিকে তারা এজাহার পেয়েছেন এবং মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলা নম্বর—৭৫।
ওসি বলেন, দেলোয়ার হোসেন দিলীপসহ সাতজনকে এজাহারনামীয় আসামি এবং আরও ৫–৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ দল কাজ করছে। দ্রুত সময়ের মধ্যেই তাদের গ্রেপ্তার করা হবে।
আই/এ