আন্তর্জাতিক

অবশেষে নিভল হংকংয়ের আগুন, নিহত বেড়ে ৯৪

হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৬ জন, যার মধ্যে ১১ জন দমকলকর্মীও রয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে হংকং ফায়ার সার্ভিসের সর্বশেষ আপডেটে বলা হয়, আগুন কমপ্লেক্সের মোট আটটি ব্লকে ছড়িয়ে পড়ে। নির্মাণাধীন ভবনগুলোর চারপাশে থাকা বাঁশের মাচা ও ভেতরে জমে থাকা দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় এবং ঘণ্টার পর ঘণ্টা ধরে জ্বলতে থাকে। নিহতদের মধ্যে ৩৭ বছর বয়সী একজন দমকলকর্মীও আছেন।

ফায়ার সার্ভিস জানায়, আগুন এখন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, তবে বেশিরভাগ ভবনই ভষ্মীভূত হয়ে গেছে। এখনও যারা নিখোঁজ, তাদের খোঁজে পুড়ে যাওয়া ভবনগুলোতে উদ্ধার অভিযান চলছে।

বিধ্বংসী আগুনের উৎস অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। নির্মাণকাজের অংশ হিসেবে ভবনগুলো ঘিরে থাকা বাঁশের মাচা, প্লাস্টিকের জালসহ সংশ্লিষ্ট সব উপকরণ তদন্তের আওতায় নেওয়া হয়েছে। দুর্নীতি দমন সংস্থাও কমপ্লেক্সের সংস্কার প্রকল্প নিয়ে আলাদা তদন্ত শুরু করেছে।

এর আগে পুলিশ জানায়, আগুন লাগার স্থানে অসাবধানতাবশত ফোমের প্যাকেজিং ফেলে রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন