ধরলা নদীতে নৌকা বাইচ দেখতে জনতার ঢল
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে দুই তীরে উৎসুক জনতার ঢল নেমেছে। ধরলা ব্রীজ সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে স্থানীয়রা এই গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করেছে।
গেল সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী ধরলা সেতুর পশ্চিম তীরে আনুষ্ঠানিক ভাবে নৌকা বাইচ খেলার শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়। এ বাইচ চলবে আগামীকাল ২৮ নভেম্বর পর্যন্ত।
তৃতীয় দিনের মতো বুধবার বিকালে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এবং নৌকা বাইচ দেখতে ধরলা সেতুর পাড়ে দূর-দূরান্ত থেকে শিশু -কিশোর ও নারী পুরুষদের ঢল নামে।
আয়োজক কমিটি জানান, গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করা হয়। স্থানীয়সহ দূর-দূরান্ত থেকে খেলার দিন ৬টি বড় বড় নৌকা প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। নৌকা বাইচ অনুষ্ঠিত হওয়ায় এলাকার হাজার হাজার নারী-পুরুষ, শিশু -কিশোরসহ মানুষজন অত্যান্ত আনন্দের সাথে নৌকা বাইচ প্রতিযোগী উপভোগ করছেন।
খেলায় প্রথম পুরস্কার একটি মহিষ, দ্বিতীয় পুরুস্কার একটি গরু ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি ছাগল।
বাইচ দেখতে আসা স্থানীয় শিক্ষার্থী সোহেলী ও মিরাজ হোসেন বলেন, বাড়ির পাশে হওয়ায় প্রতিটি নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করছেন। এছাড়াও খেলার দিন করে দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।
বালারহাট এলাকার রুবেল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন। কয়েক দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছেন। অনেক দিন পর গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখে খুবই ভালো লাগছে। সেখানে অনেক মানুষ পরিবার পরিজন নিয়ে অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে খেলা উপভোগ করছেন।
ফুলবাড়ী থানার ওসি শওকত আলী সরকার জানান, নৌকা বাইচের সময় থানা পুলিশের একটি বিশেষ টহল খেলা শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্ব পালন করে। কারণ খেলা চলাকালীন সময়ে ধরলা সেতুতে প্রচন্ড ভিড় জমে। সেখানে মানুষের যান চলাচল স্বাভাবিক করাসহ নৌকা বাইচ খেলাটি শান্তিপূর্ণ পরিবেশে করার লক্ষ্যে পুলিশের টহল জোড়দার করা হয়েছে।
আই/এ