লেভারকুসেনের কাছে ঘরের মাঠেই বিধ্বস্ত ম্যান সিটি
ইতিহাদে যেন নিজেদেরই চিনতে হিমশিম খেলো ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ লড়াইয়ে লেভারকুসেনের বিপক্ষে মাঠে নেমে গার্দিওলার দল হার মানল গতি, শৃঙ্খলা আর রক্ষণভাগের দুর্বলতায়। ঘরের মাঠে জার্মান ক্লাবটির কাছে ২-০ গোলে হেরেছে সিটিজেনরা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনগত রাতে লেভারকুসেনের জয়ে গোল দুটি করেন আলেহান্দ্রো গ্রিমালদো ও প্যাট্রিক শিক।
ম্যাচের শুরুটা অবশ্য সুবিধাজনক ছিল সিটির জন্য। পঞ্চম মিনিটেই অস্কার ববের দারুণ কাটব্যাক থেকে নাথান আকে গোলের সুযোগ পান। তবে জটলা সামলে সেভ করে দেন লেভারকুসেন গোলরক্ষক।
এর ঠিক ১৮ মিনিট পরই প্রথম সুযোগেই গোল করে অতিথিরা। কাউন্টার আক্রমণে টিলমানের ক্রস থেকে ক্রিস্টিয়ান কোফানের ফ্লিক ক্লিয়ার করতে ব্যর্থ হয় সিটি রক্ষণ। প্রস্তুত থাকা গ্রিমালদো বাঁ পায়ের শটে বল পাঠান জালে।
প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরানোর সবচেয়ে বড় সুযোগটি নষ্ট করেন টিজানি রেইন্ডার্স। খুব কাছ থেকে তার শট সোজা চলে যায় লেভারকুসেন গোলরক্ষকের গায়ে। বিরতিতে এক গোল হজম করেই মাঠ ছাড়ে সিটি।
দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন এনে ম্যাচে ফেরার চেষ্টা করেন গার্দিওলা। কিন্তু ৫৪ মিনিটে উল্টো ব্যবধান বাড়িয়ে ফেলে বুন্দেসলিগার দলটি। ইব্রাহিম মাজার তোলা নিখুঁত ক্রসে আকের নজর এড়িয়ে দুর্দান্ত হেডে গোল করেন প্যাট্রিক শিক।
৬৫ মিনিটে শের্কি ও হলান্ডকে নামানোর পর আক্রমণ আরও বাড়ায় সিটি। সুযোগও আসে কয়েকটি, কিন্তু লেভারকুসেনের রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি সিটিজেনরা। ৮৫ মিনিটে শের্কির বিপজ্জনক ফ্রি-কিকও ফিরিয়ে দেন গোলরক্ষক।
এই হারে চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো পয়েন্ট হারাল ম্যান সিটি। পাঁচ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তারা নেমে এসেছে ছয়ে। এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে উঠেছে লেভারকুসেন।
চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান।
এসএইচ/