৪৭তম বিসিএস পরিক্ষার্থী
দফায় দফায় শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, রণক্ষেত্র শাহবাগ
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি পিছিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলন মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। ঢাকা বিশেবিদ্যালয়ের (ঢাবি) শিল্পাচার্য জয়নুল ভবনের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি দ্রুতই সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। শিক্ষার্থীরা পুলিশের একটি পিকআপ ভ্যানেও হামলা চালিয়ে ভাঙচুর করে।
সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা আচমকাই পুলিশের দিকে ঝাঁপিয়ে পড়ে। পুলিশ পাল্টা ধাওয়া দিলে তারা টিএসসির দিকে ছুটে যায়। পালানোর সময় কিছু শিক্ষার্থী আহত হয়।
দু’পক্ষের মধ্যে একের পর এক সংঘর্ষে শাহবাগ এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। যান চলাচল বন্ধ হয়ে যায়, সাধারণ মানুষ দিকনির্দেশনা ছাড়াই আটকে পড়ে।
পৌনে ছয়টার দিকে আন্দোলনকারীরা আবারও পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। টিএসসি থেকে জয়নুল ভবন পর্যন্ত সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে দেখা যায়। এ সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমর বিরুদ্ধে অশালীন স্লোগানও শোনা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শাহবাগে কয়েক শত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জলকামানসহ অতিরিক্ত বাহিনী প্রস্তুত রয়েছে।
এর আগে বিকেল সাড়ে চারটার দিকে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে প্রথম সংঘর্ষ শুরু হয়। তৎপরবর্তীতে বিরতিহীনভাবে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
এমএ//