ডিসেম্বরে ঢাকায় আসছেন আতিফ আসলাম
পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম এই ডিসেম্বরে দুটি কনসার্টে পারফর্ম করতে ঢাকায় আসছেন। একটি আয়োজন করছে ‘মেইন স্টেজ’, অন্যটি চ্যারিটি কনসার্ট ‘ইকোজ অব রেভ্যুলেশন ২.০’। কনসার্ট দুটির আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’।
মেইন স্টেজ কনসার্ট (১৩ ডিসেম্বর)
রাজধানীর পূর্বাচলে ‘ঢাকা এরিনা’-তে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রথম শোটি। গেট খুলবে দুপুর ১টায়, কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়। টিকিট বিক্রি চলছে ‘চলোঘুরি ডট কম’-এ। জেনারেল ও ফ্রন্ট ভিআইপি দুই ক্যাটাগরিতে এই কনসার্টের টিকিট পাওয়া যাবে।
চ্যারিটি কনসার্ট (১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে)
‘স্পিরিটস অব জুলাই’র চ্যারিটি ইভেন্টে গত বছরের ন্যায় এবারও আতিফকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই কনসার্টের সব আয় যাবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর পুনর্বাসন কার্যক্রমে। খুব শিগগিরই ভেন্যু ও বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবে বলে আয়োজকেরা জানিয়েছে।
এছাড়াও কনসার্টে লোকসংগীত, কাওয়ালি এবং দেশি–বিদেশি ব্যান্ডের পরিবেশনা থাকবে। পাশাপাশি থাকবে জুলাই বিপ্লব–সংক্রান্ত আলোকচিত্র, গ্রাফিতি, মঞ্চনাটকসহ শিল্প–সাংস্কৃতিক প্রদর্শনী।
উল্লেখ্য, গত বছরও ঢাকায় ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ এবং ‘ম্যাজিকাল নাইট ২.০’-তে গান করেছিলেন আতিফ আসলাম।
এসএইচ//