ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক
ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে হাজেরা বেগম (১৭) নামে এক রোহিঙ্গা তরুণীকে আটক করা হয়েছে। এসময় ‘ভাই’ পরিচয়ে আসা আরেক তরুণকেও আটক করে পুলিশ। আটক হাজেরা বেগম কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের মুক্তার আহমদের মেয়ে। আর ভাই পরিচয়ে আটক হওয়া যুবক সরাইল উপজেলার সৈয়দটুলা এলাকার ফুল মিয়ার ছেলে ইমন মিয়া (১৮)।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে কাগজপত্র যাচাইয়ের সময় তাদের আটক করা হয়। পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
পাসপোর্ট অফিস জানায়, সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের ইমন মিয়া রোহিঙ্গা তরুণী হাজেরা বেগমকে কালিকচ্ছ ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের কালন মিয়ার মেয়ে ‘সুফিয়া আক্তার’ পরিচয়ে পাসপোর্ট করতে নিয়ে আসেন। কাগজপত্র জমা দেওয়ার পর সহকারী পরিচালক মো. মনিরুজ্জামানের সন্দেহ হলে তারা দুজনকে জিজ্ঞাসাবাদ করেন।
তিনি জানান, ১৮ বছরের নিচে কেউ পাসপোর্ট করতে আসলে তাকে অবশ্যই বাবা-মাকে সঙ্গে নিয়ে আসতে হয়। কিন্তু হাজেরা বেগমকে অভিভাবক আনতে বললে সে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলতে থাকে। পরে তার জমা দেওয়া জন্মনিবন্ধন যাচাই করে দেখা যায়, তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে করা হলেও স্থায়ী ঠিকানা দেখানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঘোষপাড়া গ্রাম।
জিজ্ঞাসাবাদে অসামঞ্জস্য ধরা পড়লে পরে হাজেরা বেগম স্বীকার করে যে সে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। পরে তাদের দুজনকে পুলিশে সোপর্দ করা হয়।
আই/এ