দেশজুড়ে

দুই মহল্লার দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫জন

সিরাজগঞ্জ পৌরসভার ভাঙ্গাবাড়ী ও দিয়ার ধানগড়া—দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে পুরনো বিরোধকে কেন্দ্র করে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় ধাওয়া–পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হন।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে ১২ টায় থানা মোড় ও পাসপোর্ট অফিসের সামনের সড়কে মুখোমুখি হয় দুই পক্ষ। সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজরান রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দীর্ঘদিন ধরেই দুটি মহল্লার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মাঝেমধ্যেই ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটলেও শুক্রবার রাত থেকে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় রবিবার সাড়ে ১২টার দিকে দুই পক্ষ আবারো রাস্তায় নেমে আসে।

ঘণ্টাব্যাপী সংঘর্ষে থানা মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

ঘটনার পর এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি বলে জানিয়েছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন