জাতীয়

দেশে এক সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্প

ঢাকার এক সেকেন্ড পর নরসিংদীতে আরও একটি ভূমিকম্প সংগঠিত হয়েছে। ঢাকায় আঘাত হানা ৩.৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো রাজধানীর বাড্ডা এলাকায়। অন্যদিকে নরসিংদীতে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিলো ৪.৩। তবে এর উৎপত্তিস্থল এখনও জানা যায়নি।

শনিবার (২২ নভেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন

তিনি বলেন,  প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৭, যা অনুভূত হয়েছে ঢাকার বাড্ডা এলাকায়। এর ঠিক এক সেকেন্ড পর আরেকটি ৪.৩ মাত্রার ভূমিকম্প হয় নরসিংদীতে।

এ আবহাওয়াবিদ বলেন, নরসিংদীর ভূমিকম্পসংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। শুধু উৎসস্থল হিসেবে নরসিংদী জানা গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য মতে, ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। এর উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাঈয়্যাৎ কবীর জানান, শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝাঁকুনি অনুভূত হয়। রিখটার স্কেলে এটি ছিল ৩ দশমিক ৭ মাত্রার। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকার বাড্ডায়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন