রাজধানী

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ

রাজধানীতে হেলে পড়েছে ভবন, উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত ভূমিকম্পে পুরান ঢাকার আরমানীটোলায় একটি বহুতল ভবন হেলে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তামূলক কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদীতে। 

শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত নায়ারণগঞ্জের এক শিশুসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে।

ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ ঘর থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকেন। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্প পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গেও অনুভূত হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন