দেশজুড়ে

সরকারি জমি থেকে ২৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজারের উখিয়া উপজেলায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা প্রায় ২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র এসব সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ করে তা রোহিঙ্গাদের ভাড়া দিত। এতে তারা মাসে লাখ লাখ টাকা অবৈধভাবে আয় করত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছতলা এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী-এর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে সহায়তা করেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান, থাইংখালী বিট কর্মকর্তা, বন কর্মী, মাঠকর্মীসহ সংশ্লিষ্ট অনেকে।

থাইংখালী বিট কর্মকর্তা মোহাম্মদ আরাফাত বলেন, সরকারি জমি দখল করে কেউ যেন অবৈধভাবে ব্যবসা-বাণিজ্য করতে না পারে, সে জন্য নিয়মিত তদারকি চলছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, সরকারি জমি দখল করে গড়ে ওঠা কোনো স্থাপনা টিকে থাকতে দেওয়া হবে না। জনগণের সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। প্রয়োজনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন