চলন্ত ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় চলন্ত ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি
বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জামতৈল রেলওয়ে স্টেশনের কোবাদ শেখ মোড় এলাকায় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি পৌঁছালে এ ঘটনা ঘটে। জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার আবু হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিনের দিকে একটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। ইঞ্জিনে পেট্রলবোমা ছোড়া হয়েছিল, তবে বড় ধরনের ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ইঞ্জিনে সামান্য ক্ষতি হলেও তা খুব গুরুতর নয়। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন জানান, নিক্ষেপ করা বস্তুটি ছিল ছোট একটি ন্যাকড়াসহ পেট্রলভরা বোতল। আগুনের মতো করে সেটি ছোড়া হলেও তা ইঞ্জিনের পাশে ফাঁকা জায়গায় পড়ে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাই এ ঘটনায় মামলা হবে না।
পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাটি রেলওয়ে আইন নাকি দণ্ডবিধির আওতায় পড়বে—এ বিষয়ে তিনি বলেন, ক্ষয়ক্ষতি না হওয়ায় আইনি ব্যাখ্যায় যাওয়া কঠিন। ক্ষতি হলে বিষয়টি স্পষ্ট হতো।
ঘটনা তদন্তের জন্য রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
আই/এ