৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে : আইন উপদেষ্টা
আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে সরকার গণভোট আইন করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড.আসিফ নজরুল।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এর আগে, গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে বলে জানান। ওই নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি।
আসিফ নজরুল বলেন, মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং আবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যার্পনে ভারতকে চিঠি দেয়া হচ্ছে এবং যেহেতু তারা এখন সাজাপ্রাপ্ত, কাজেই ভারতের এখন বাড়তি দায়িত্ব আছে তাদের ফেরত দেওয়ার জন্য।
তিনি বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য রোমের আন্তর্জাতিক অপরাধ আদালতে কোনোভাবে যাওয়া যায় কিনা সেটা বিচার-বিবেচনার জন্য সরকার অচিরেই সিদ্ধান্ত নেবে।
আই/এ