রাজধানীতে গ্যাসের স্বল্পচাপ, চলবে শুক্রবার পর্যন্ত
রাজধানীতে আজ সকাল থেকেই গ্যাসের চাপ অন্য দিনের তুলনায় কম দেখা গেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই অবস্থার প্রভাব আগামীকাল সকাল পর্যন্ত থাকবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তিতাস জানিয়েছে, এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাসের সরবরাহ হ্রাস পেয়েছে। ফলে আগামীকাল (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত তিতাসের অধীনে থাকা সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকদের সাময়িক এমন অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা বাসিন্দারা গণমাধ্যমকে জানিয়েছেন, আজ সকাল থেকে চুলা জ্বলছে না বললেই চলে। গ্যাসের চাপ না থাকায় বাইরে থেকে খাবার কিনতে হয়েছে।
এসি//