তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কি না, জানা যাবে আজ
বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের প্রশ্নে বহু প্রতীক্ষিত রায় দিচ্ছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ রায় ঘোষণা করবেন। টানা দশ দিন শুনানি শেষে ১১ নভেম্বর আদালত আজকের তারিখ নির্ধারণ করেন।
বেঞ্চে প্রধান বিচারপতির সঙ্গে রয়েছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।
১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বৈধতা নিয়ে ১৯৯৮ সালে প্রথম রিট করা হয়। হাইকোর্ট ২০০৪ সালে এই ব্যবস্থাকে বৈধ ঘোষণা করলেও ২০১১ সালে আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়। পরে সংসদ পাস করে পঞ্চদশ সংশোধনী, যাতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুরোপুরি বাতিল হয়।
সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট রায়ের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ কয়েকজন বিশিষ্ট নাগরিক। বিএনপি, জামায়াতে ইসলামী এবং একজন মুক্তিযোদ্ধাসহ আরও কয়েকজনও পৃথকভাবে রিভিউ আবেদন করেন। এসব আবেদন একত্রে শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হবে।
শুনানিতে আপিলকারীদের পক্ষে ছিলেন ড. শরীফ ভূঁইয়া, বিএনপির হয়ে জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জামায়াতের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
এমএ//