ক্লাউডফ্লেয়ারকে ৩২ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ
জাপানি কমিক মাঙ্গার নকল সংস্করণ বিতরণকারী ওয়েবসাইটকে সার্ভার সুবিধা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েব অবকাঠামো প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারকে ৩২ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে জাপানের একটি আদালত। বুধবার (১৯ নভেম্বর) এ রায় ঘোষণা করা হয়। তবে ক্লাউডফ্লেয়ার রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে।
জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে মাঙ্গা প্রকাশক চার প্রতিষ্ঠান—কোডানশা, গুইশা, শোগাকুকান ও কাদোকাওয়া—ক্লাউডফ্লেয়ারের বিরুদ্ধে টোকিওতে মামলা করে। অভিযোগে তারা জানায়, বেশ কয়েকটি ওয়েবসাইট অনুমতি ছাড়াই মাঙ্গা বিক্রি ও প্রদর্শন করছে। সেগুলোর সার্ভার অবকাঠামো সরবরাহ করছে ক্লাউডফ্লেয়ার।
প্রকাশকদের দাবি, তারা দীর্ঘদিন ধরে পাইরেসির কারণে বিপুল আয় হারাচ্ছেন। ক্লাউডফ্লেয়ার যেসব দুটি বড় পাইরেসি সাইটে সার্ভার সুবিধা দিচ্ছে সেখানে ৪ হাজারের বেশি মাঙ্গা অবৈধভাবে প্রদর্শিত হচ্ছে; সাইট দুটির মাসিক ভিজিটর প্রায় ৩০ কোটি।
এদিকে মঙ্গলবার ‘অস্বাভাবিক ট্রাফিক’-এর কারণে ক্লাউডফ্লেয়ার বড় ধরনের প্রযুক্তিগত সমস্যায় পড়ে। এর ফলে এক্স (সাবেক টুইটার) এবং চ্যাটজিপিটিসহ অসংখ্য ওয়েবসাইটের সেবা ব্যাহত হয়। এমন ঘটনার কয়েক ঘণ্টা পরেই টোকিও আদালতের রায় ঘোষণা করা হয়।
এমএ//