শততম টেস্টে মুশফিকের ১ রানের অপেক্ষা
প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে শততম টেস্ট খেলার মাইলফলক ছুঁলেন মুশফিকুর রহিম। এই টেস্টে ব্যাট হাতেও দুর্দান্ত এক সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন তিনি। দিন শেষে ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। শতক পূরণে মাত্র ১ রানের অপেক্ষার একটি দীর্ঘ রাতের প্রহর গুণতে হবে মুশফিককে।
প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ২৯২ রান। ক্রিজের অপরপ্রান্তে অপরাজিত থাকা ব্যাটার লিটন দাস ৪৭ রান নিয়ে দিন শেষ করেছেন। আর লিটনের হাফ সেঞ্চুরি করতে প্রয়োজন মাত্র ৩ রান।
বুধবার(১৯ নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিতে দু’বার ভাবেননি অধিনায়ক নাজমুল শান্ত। ওপেনিংয়ে ৫২ রানের জুটি দিয়ে ফিরে যান সাদমান ইসলাম। তিনি ছয়টি চারের শটে ৩৫ রান করেন। অন্য ওপেনার মাহমুদুল হাসান জয় ফিরে যান ৩৪ রান করে।
দিনের শুরুতেই মাত্র ৯৫ রানে তিনটি উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক শান্ত একটি ছক্কাসহ মাত্র ৮ রান করে ড্রেসিং রুমে ফিরে যান। পরে তিনে নামা মুমিনুল হক ও পাঁচে নামা মুশফিক ১০৭ রানের জুটি গড়ে দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যান। পরে মুমিনুলও ফিরে যান ১২৮ বলে ৬৩ রানের ইনিংস খেলে।
বাকি সময়টা মুশফিক ও লিটন দাস ঠান্ডা মাথায় ম্যাচের হাল ধরেছেন। মুমিনুলের সঙ্গে জুটিতে আগেই ফিফটি পূর্ণ করেছিলেন মুশফিক। লিটনের সঙ্গে ৯০ রান যোগ করে দিন শেষ করেন। টেস্টে দেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার ১৮৭ বল খেলে ৯৯ রান করেন।
আগামীকাল সকালে ম্যাচের দ্বিতীয় দিনে ১ রান নিতে পারলেই টেস্ট ক্রিকেটের ইতিহাসের ১১তম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়বেন মুশফিক। তার আগে রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নার, জো রুট, হাশিম আমলা, ইনজামাম উল হক, জাভেদ মিঁয়াদাদরা এই কীর্তি গড়েছেন। এর মধ্যে পন্টিং দুই ইনিংসেই তুলে নেন সেঞ্চুরি। ওয়ার্নার হাঁকান ডাবল সেঞ্চুরি।
এসএইচ//