আন্তর্জাতিক

ট্রাম্পকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালালে সেটি হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের অবসান

মঙ্গলবার (১৮ নভেম্বর) টেলিভিশন বক্তৃতায় মাদুরো দাবি করেন, ট্রাম্পের আশপাশের একটি শক্তিশালী চক্র তাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে ইচ্ছাকৃতভাবে উস্কানি দিচ্ছেযা ট্রাম্পকে রাজনৈতিকভাবে ধ্বংস করার কৌশল।

মাদুরোর ভাষায়, তারা চায় ট্রাম্প তার জীবনের সবচেয়ে বড় ভুল করুক। তিনি বলেন, এই উস্কানি শুধু ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষ নয়, বরং তার ঘনিষ্ঠ বলয়ের কিছু লোকের কাছ থেকেও আসছে। যারা ট্রাম্প-পরবর্তী যুগের হিসাব করছে।

এদিকে মাদুরো জানান, ১৬ সপ্তাহ ধরে মার্কিন হুমকি ও চাপের কারণে ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনী মোতায়েন, প্রশিক্ষণ ও প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে।

তবে সংঘাতের মাঝেও তিনি জানান, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপ করতে প্রস্তুত।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন