আন্তর্জাতিক

হোয়াইট হাউসে সৌদি যুবরাজের সম্মানে তারকাখচিত ট্রাম্পের নৈশভোজ

যুক্তরাষ্ট্র সফরকারী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সম্মান জানাতে গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

রাজকীয় সেই ডিনারে অংশ নেন আরও বহু তারকা অতিথি। উপস্থিত ছিলেন বৈশ্বিক প্রযুক্তি ও ক্রীড়া দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্ব—বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক, ফুটবল আইকন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।

prothomalo-bangla%2F2025-11-19%2Fdbiux43h%2FElon_Musk.avif?w=622&auto=format%2Ccompress&fmt=avif

নৈশভোজে অতিথিদের তালিকায় প্রযুক্তি ও ক্রীড়াজগতের আরও কয়েকটি বড় নাম ছিল। তাদের মধ্যে অন্যতম, এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং ও মার্কিন গলফার ব্রাইসন ডি-শ্যাম্বো।

ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নৈশভোজে অতিথি হয়ে আসা খানিকটা চমকই ছিল। কারণ, গত কয়েক মাসে ট্রাম্প-মাস্ক প্রকাশ্যে একাধিকবার বিরোধে জড়িয়েছেন। মঙ্গলবারের নৈশভোজে মাস্কের উপস্থিতি ট্রাম্পের সঙ্গে তাঁর বিবাদ মেটার ইঙ্গিত হতে পারে।

prothomalo-bangla%2F2025-11-19%2F1hopqm9y%2FCristiano_Ronaldo.avif?w=622&auto=format%2Ccompress&fmt=avif

মাস্ককে সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে রক্ষণশীল সমাজকর্মী চার্লি কার্কের স্মরণসভায় ট্রাম্পের সঙ্গে হাত মেলাতে দেখা গিয়েছিল।

ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে সৌদি আরবের ক্লাব ফুটবল দল আল নাসরের হয়ে খেলেন। ক্লাবটির বেশির ভাগ শেয়ার সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানাধীন।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন