ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট ডাউন
ইন্টারনেট অবকাঠামো সেবাদাতা সংস্থা ক্লাউডফ্লেয়ারে বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার কারণে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বহু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবং চ্যাট জিপিটি বন্ধ আছে। এতে ইন্টারনেট সেবাগ্রহীতারা বেশ সমস্যায় পড়েছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে এ সমস্যা শুরু হয়। ক্লাউডফেয়ার তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, ক্লাউডফ্লেয়ার সমস্যাটি সম্পর্কে অবগত আছে। উইডস্প্রেড ৫০০ এরর, ক্লাউডফেয়ার ড্যাশবোর্ড এবং এপিআই কাজ করছে না। তারা সমস্যাটির প্রভাব বোঝার জন্য এবং এটি সমাধানের জন্য কাজ করছেন।
পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, ক্লাউডফ্লেয়ার বর্তমানে অনলাইন কার্যক্রম সচল রাখাসহ বহু গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরিষেবা দেয়। ওয়েবসাইটকে সাইবার আক্রমণ থেকে সুরক্ষা দেওয়া এবং বিপুল পরিমাণ ট্র্যাফিকের মাঝেও অনলাইন উপস্থিতি নিশ্চিত করার মতো অত্যাবশ্যকীয় টুলস এই সেবার অন্তর্ভুক্ত।
আই/এ