আন্তর্জাতিক

খাইবার পাখতুনখোয়ায় অশান্তির নেপথ্যে পাকিস্তান সরকার

ছবি: সংগৃহীত

খাইবার পাখতুনখোয়া প্রদেশে চলমান অস্থিরতার জন্য কেন্দ্রীয় পাকিস্তান সরকারকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী সুহেল আফ্রিদি। তার অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে প্রদেশটিতে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করছে এবং শান্তি উদ্যোগে বাধা দিচ্ছে।

সোমবার (১৭ নভেম্বর) টোলো নিউজের অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানায়

আফ্রিদি দাবি করেন, ‘খাইবার পাখতুনখোয়া পিস জিরগাতে অংশ নেওয়া পশতুন তাহফুজ মুভমেন্টের (পিটিএম) সদস্যদের অপহরণ করা হয়েছে, যাতে আফগানিস্তানের সঙ্গে শুরু হওয়া নতুন সংলাপ ব্যাহত হয়। তার ভাষায়, ‘গত ৭১ বছর ধরে রাষ্ট্রীয় নীতি এই প্রদেশকে কখনোই অগ্রাধিকার দেয়নি।

তিনি আরও অভিযোগ করেন, প্রদেশের সন্ত্রাসবাদ পরিস্থিতি স্বতঃস্ফূর্ত নয়, বরং নির্দিষ্ট মহলের স্বার্থে সাজানো। সেনাবাহিনীও সন্ত্রাসবিরোধী অভিযানের নামে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করছে ও যুদ্ধাপরাধের মতো কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন