শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি দুই মন্ত্রণালয়ে পাঠানো হবে
জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের কপি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রায়ের কপি আনুষ্ঠানিকভাবে দুই মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে।
এছাড়া রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রায়ের কপি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে বলেও জানা গেছে।
এর আগে সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করে। রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং ঘটনার দায় স্বীকার করায় চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ট্রাইব্যুনাল জানায়, তিন আসামির বিরুদ্ধেই আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হবে, আর একটি অভিযোগে মৃত্যুদণ্ড পেয়েছেন আসাদুজ্জামান খান কামাল। রাজসাক্ষী হওয়ায় আল-মামুনকে কম শাস্তি দেওয়া হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হয়। গত বছরের ১৭ অক্টোবর বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলে তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এমএ//