সাবেক আইজিপির শাস্তি রিভিউয়ের দাবি জুলাই ঐক্য’র
মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায় রিভিউর দাবি জানিয়েছে জুলাই ঐক্য। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে এনে দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান তারা।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে হাসিনার রায় পরবর্তী প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এ দাবি জানান তারা।
ডাকসু সমাজসেবা সম্পাদক ও জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, ‘আমার ভাইদের ওপর ৩২ নাম্বারে হামলা করা হচ্ছে। জুলাইযোদ্ধাদের রক্তাক্ত করা হচ্ছে। অবিলম্বে প্রশাসনের এ নেক্কার জনক হামলা বন্ধ করতে হবে। যারা ছাত্রজনতার ওপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যখন লীগের সন্ত্রাসীরা অগ্নিসন্ত্রাস করে তখন সবাই চুপ।”
তিনি বলেন, ‘সাবেক পুলিশ প্রধানকে ৫ বছরের সাজা দিয়েছে। আমরা মামুনের রায়কে পুনরায় রিভিউ করার দাবি জানাচ্ছি। মামুনকে কেন রাজসাক্ষী করা হয়েছে? আমরা জানি না। এখানে একজন কনস্টেবলকে রাজসাক্ষী করা যেত, যারা মামুনের নির্দেশনায় ছাত্রজনতার ওপর গুলি চালিয়েছে। কিন্তু ট্রাইব্যুনাল পরিকল্পিতভাবে মামুনকে রাজস্বাক্ষী করে মাত্র ৫ বছরের সাজা দিয়েছে।”
সংবাদ সম্মেলন শেষে সন্ধ্যায় শাহবাগে হাসিনার প্রতীকী ফাঁসি ও মিষ্টি বিতরণ করে জুলাই ঐক্য ও জাগ্রত জুলাই।
আই/এ