গ্যাস নিয়ে ভারত-যুক্তরাষ্ট্রের চুক্তি সই
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করেছে ভারত। এই চুক্তির মাধ্যমে ভারতে ব্যবহৃত মোট তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের প্রায় ১০ শতাংশই সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।
সোমবার (১৭ নভেম্বর) বার্তাসংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিজেদের জ্বালানির উৎস আরও বৈচিত্র্যময় করতেই এই উদ্যোগ নিয়েছে ভারত সরকার। রুশ তেল কেনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মধ্যেই নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি করলো ভারত।
ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হার্দীপ সিং পুরি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চল থেকে বছরে ২২ লাখ টন এলপিজি আমদানির জন্য এক বছরের চুক্তি করেছে ভারত।’
এসএইচ//