শেখ হাসিনার রায়কে ঘিরে আতঙ্ক দেখতে পাচ্ছি না : স্বরাষ্ট্র উপদেষ্টা
শেখ হাসিনাসহ দুইজনের ফাঁসির রায় প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, খানে আমি কোনো আতঙ্ক দেখতে পাচ্ছি না। সবাই তো এদিক-ওদিক ঘোরাফেরা করছেন। আমি তো কোথাও কোনো আতঙ্ক দেখছি না।
সোমবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে তিনি এমন মন্তব্য করেন।
সড়কে কোন আতঙ্ক আছে কিনা এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সড়কে কোন আতঙ্ক নেই। তিনি নিজেই সড়ক পথে অফিস করেছেন।
তিনি বলেন, গতকাল তিনি বরিশাল থেকে এসেছেন। মাদারীপুর,শরীয়তপুর,ফরিদপুর ও গোপালগঞ্জ একটু কঠিন জায়গা। তাদের বিষয় নিয়ে গতকাল কথা হয়েছে। এসব এলাকায় বড় ধরনের কিছু নেই। আজকাল ইলেকট্রিক করাত দিয়ে গাছ কেটে ফেলে দেয়। পরে এই কাটাগাছ সরাতে একটু সময় লাগে।
পুলিশের দেখামাত্রই গুলির নির্দেশ নিয়ে তিনি আরও বলেন, ‘দেখামাত্রই গুলি না। এখানে হলো কী, এটা সেলফ ডিফেন্সের জন্য, আপনারা হাতিয়ারের পারমিশন নেন না। ওটা তো শিকারের জন্য নেননি। গিয়েও যদি শিকার করেন, কিন্তু নেন আপনাদের ডিফেন্সের জন্য।’
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সাবেক আইজিপি খোদা বকশ চৌধুরী বলেন, আপনাকে কেউ মারতে এলে কিংবা হত্যা করতে এলে আপনার আক্রমণকারীকে নিহত করার অধিকার আছে। এটা সবদেশে সবকালে আছে, এটা আমাদের দেশে তাৎক্ষণিকভাবে হয়নি।
আই/এ