শিক্ষা

এইচএসসি পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ

ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩০৮, নতুন জিপিএ ফাইভ ২০১

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা শিক্ষা বোর্ডে নতুনভাবে জিপিএ–৫ অর্জন করেছেন ২০১ জন শিক্ষার্থী। এছাড়া যেসব শিক্ষার্থী ফেল করেছিলেন, তাঁদের মধ্যে ৩০৮ জন পুনর্নিরীক্ষণে পাস করেছেন।

রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ৮৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে মোট ২ হাজার ৩৩১ জনের ফল পরিবর্তন হয়েছে এবং গ্রেড পরিবর্তন হয়েছে ২ হাজার ৩৭৩ জনের।

ঢাকা বোর্ডেই এবার সবচেয়ে বেশি খাতা চ্যালেঞ্জের আবেদন জমা পড়ে। ৬৬ হাজার ১৫০ জন পরীক্ষার্থী মোট ১ লাখ ৩৬ হাজার ৫০৬টি খাতা পুনর্নিরীক্ষার আবেদন করেন।

এদিকে সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল বোর্ডে। সেখানে ৮ হাজার ১১১ জন পরীক্ষার্থী ১৭ হাজার ৪৮৯টি খাতা চ্যালেঞ্জ করেছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন