দেশজুড়ে

প্রায় ৭ লাখ টাকার ভারতীয় শাড়ী ও শাল আটক করেছে বিজিবি

পঞ্চগড় সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ৬ লাখ ৭৮ হাজার টাকা মূল্যমানের ভারতীয় শাড়ী ও শাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৷ 

শনিবার (১৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন

এতে বলা হয়, আজ  ভোরে পঞ্চগড়ের বোদা উপজেলার লাহেরীপাড়া সীমান্ত এলাকায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্ত ধামেরঘাট বিজিবির বিওপির ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব মালামাল আটক করেন৷

অভিযান চলাকালে ভারত থেকে আনা ১৯ পিস ভারতীয় শাড়ী এবং ৯০ পিস ভারতীয় শাল মালিকবিহীন অবস্থায় জব্দ করে বিজিবি সদস্যরা । জব্দকৃত পণ্যের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার টাকা।

ধামেরঘাট বিওপির সুবেদার মোঃ নজরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন