শ্মশান ঘাটে যুবকের লাশ, হাটুতে লেখা কয়েকটি নাম
সিরাজগঞ্জের শাহজাদপুরে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের নাম ইমদাদুল সরকার (৪০)। তার হাটুর ওপরে লাল কালিতে লেখা কিছু নাম চাঞ্চল্যের জন্ম দিয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার ঢাকা–পাবনা মহাসড়কের তালগাছী করতোয়া নদীর শ্মশান ঘাটের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমদাদুলের স্ত্রী রীমা খাতুন জানান, রাতেই স্বামী তাকে শেষবারের মতো ফোন করে জানান—টাকার চাপ ও চারপাশের চাপাচাপিতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ ফোনের সংযোগ কেটে যায়। এরপর আর তিনি বাড়ি ফেরেননি।
পরদিন ভোরে শ্মশান ঘাটের নির্জন পরিবেশে তার নিথর দেহ মিললেও সবচেয়ে আলোচনার জন্ম দেয় তার বাম পা। হাঁটুর ওপরে লাল কালি দিয়ে সেখানে লেখা ছিল কয়েকজনের নাম। পরিবারের দাবি—এই নামগুলোর ব্যক্তির প্রতিই ইমদাদুলের শেষ অভিযোগ ছিলো।
শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে পায়ে লেখা বিষয়গুলো গুরুত্বসহকারে তদন্ত করা হবে।
আই/এ