আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কাছে এফ-৩৫ কিনতে চায় সৌদি আরব

ছবি: সংগৃহীত

সৌদি আরবের কাছে লকহিড মার্টিনের তৈরি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব বহু সংখ্যক এফ-৩৫ কিনতে আগ্রহ প্রকাশ করেছে বলেও তিনি নিশ্চিত করেন।

শুক্রবার (১৪ নভেম্বর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এসব তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট। 

সম্ভাব্য এই চুক্তি নিয়ে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে আলোচনা হতে পারে।

এ বিষয়ে পেন্টাগনের একটি গোয়েন্দা প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, চুক্তিটি হলে এফ-৩৫ এর সংবেদনশীল প্রযুক্তি চীনের হাতে যাওয়ার ঝুঁকি রয়েছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন