ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র
জার্মানি, ইতালি এবং গ্রিসের চারটি সংগঠনকে 'বৈশ্বিক সন্ত্রাসী' হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে এই তথ্য জানান
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিবৃতিতে জানান, জার্মানির অ্যান্টিফা অস্ট এবং ইতালি-গ্রিসের আরও তিনটি সংগঠনকে সহিংস কর্মকাণ্ড ও রাজনৈতিক অস্থিতিশীলতা উস্কে দেওয়ার অভিযোগে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
রুবিও আরও বলেন, 'এই আন্দোলনের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো বিপ্লবী নৈরাজ্যবাদী বা মার্কসবাদী মতাদর্শের প্রতি অনুগত, যার মধ্যে রয়েছে আমেরিকা-বিরোধীতা, পুঁজিবাদ-বিরোধীতা এবং খ্রিস্টধর্ম-বিরোধীতা। তারা এগুলো ব্যবহার করে অভ্যন্তরীণ ও বিদেশে সহিংস আক্রমণকে উস্কে দেয় এবং ন্যায্যতা দেয়।'
জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থাও আগেই অ্যান্টিফা অস্টকে একটি সহিংস নেটওয়ার্ক হিসেবে চিহ্নিত করেছিল।।
অন্যদিকে, ইতালি ও গ্রিস এই বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য না করলেও, গ্রিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড কমাতে কাজ করে যাচ্ছে। দ্রুতই এ বিষয়ে হস্তক্ষেপ এর আলোচনা চলছে।’
এসএইচ//