বিএনপি

ধর্মের নামে রাজনীতি করা একটি দল নারীদের বন্দী করতে চায় : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন,দেশে একটি রাজনৈতিক দল, যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে, তারা চায় যেন এ দেশের নারীরা অন্দরমহলে বন্দী থাকে, দেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে যেন এই দেশে নারীর অগ্রগতি না হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজশীর্ষক মৌন মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি

সালাহউদ্দিন আহমদ বলেন, ওই দলটি বলছে নারীর কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে। অথচ, দেখা যায় সেই কর্মঘণ্টা কমিয়ে দিলে, নারীদের কর্মসংস্থান কমে যাবে। তারা তাদের কর্মস্থলে সম্মানের সাথে চাকরি করবে এবং সঠিক কর্মসংস্থানের জন্য কর্মঘণ্টা অনুযায়ী কাজ করবে এবং যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করবে। বিএনপি চায়, নারীর কর্মসংস্থান বৃদ্ধি করা হোক।

তিনি বলেন,  দেশে একটি রাজনৈতিক দল যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে জান্নাতের টিকেট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে।

তিনি আরও বলেন, রাজশাহীর কাটাখালীতে ধানের শীষের প্রচার চালাতে গিয়ে দুই নারী নির্যাতনের শিকার হয়েছেতাদের জুতা পেটা করছে একটি ধর্মীয় গোষ্ঠী, যারা ধর্মের নামে রাজনীতি করে। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকার বিরুদ্ধে কথা বলার জন্য মামলা দায়ের করা হয়েছে।

এ বিএনপি নেতা বলেন, মনে রাখতে হবে কেবল গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন কিংবা সংবিধান সংশোধন হয়ে যাবে না। এর জন্য জাতীয় সংসদ গঠিত হতে হবে। এটাই বাংলাদেশের একমাত্র সার্বভৌম হাউস। যেখানকার কোনো আলাপ-আলোচনা, কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ করা যায় না।

তিনি বলেন,  কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বে তারা কোন হস্তক্ষেপ করতে দিতে চান না। জাতীয় সংসদের সার্বভৌমত্বকে ডিকটেড (কর্তৃত্ব নিয়ে কিছু বলা) করানোর মতো কোনো প্রস্তাব, আরোপিত বিষয় থাকতে পারে না,এ কথাই বিএনপি বারবার বলছে

সমাবেশ শেষে মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে মৌন মিছিল করে নারীরা, যা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে এই কর্মসূচি হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন