অর্থনীতি

ফের বেড়েছে সবজির দাম, স্বস্তি নেই মাছ-মুরগিতে

বর্ষার অজুহাতের কারণে দীর্ঘদিন দাম বাড়ার পর চলতি মাসের শুরুতে রাজধানীর সবজির বাজারে স্বস্তি ফিরেছিল। তবে তা স্থায়ী হয়নি। শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম ফের বেড়ে গেছে। বিক্রেতারা জানান, সম্প্রতি রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির কারণে ঢাকায় সবজির ট্রাক কম এসেছে, ফলে সরবরাহ সীমিত হয়ে দাম বৃদ্ধি পেয়েছে।

বর্তমান বাজারে পটল প্রতি কেজি ৮০ টাকা (আগে ৬০ টাকা), শিম ১২০ টাকা, বেগুন ১০০ টাকা, পেঁয়াজ ফুল ৮০ টাকা, ঝিঙ্গা, চিচিঙ্গা, ঢেঁড়স ৮০ টাকা, বরবটি ১২০ টাকা, করলা ১০০ টাকা। এছাড়া শসা ৮০ টাকা, আলু ৩০ টাকা, কচু ৬০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, লাউ ৭০–৮০ টাকা, কাঁচা টমেটো ১০০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, মূলা ৬০ টাকা, টমেটো ১৪০ টাকা এবং গাজর ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছ ও দেশি মুরগির দামও ঊর্ধ্বমুখী। দেশি মুরগি প্রতি কেজি ৫৫০–৬০০ টাকায় বিক্রি হচ্ছে, সোনালি মুরগি ৩২০ টাকা, সোনালি ক্রস ২৯০ টাকা, আর ব্রয়লার মুরগি ১৭০ টাকা প্রতি কেজি।

মাছের দামও অনেকটা অপরিবর্তিত থাকলেও বেশ চড়া। বড় রুই ৩৫০–৪০০ টাকা, মাঝারি রুই ৩০০–৩২০ টাকা, ছোট রুই ২৫০–২৮০ টাকা, কাতল ৩৮০–৪৫০ টাকা, শিং ৫৫০ টাকা, মাগুর ৫০০ টাকা, চাষের কৈ ২০০–২৫০ টাকা, পাঙাশ ১৮০–২৩০ টাকা, তেলাপিয়া ১৫০–২২0 টাকা, সিলভার কার্প ২৫০–৩০০ টাকা, বোয়াল ৫০০–৭০০ টাকা, কালিবাউশ ৪৫০ টাকা, আইড় ৬০০ টাকা।

ছোট চিংড়ি ৩০০ টাকা, কাঁচকি মাছ ৪৫০ টাকা, মলা মাছ ৩০০ টাকা এবং পাবদা ৩০০–৬০০ টাকা, গলদা চিংড়ি ৬৫০–৭৫০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের জন্য বাজারে কাঁচামাল ও প্রোটিনের ক্রয়ঝুঁকি বেড়ে গেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন