দেশজুড়ে

হোটেল থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কলাতলী এলাকার একটি হোটেল কক্ষ থেকে সৌরভ নামের এক তরুণ পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে হোটেল ওয়ার্ল্ড বিচের ৫০৬ নম্বর কক্ষ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সৌরভ সিলেট পৌর এলাকার বাসিন্দা।

পুলিশ ও তার বন্ধুরা জানায়, চার বন্ধুকে সঙ্গে নিয়ে ১০ নভেম্বর কক্সবাজারে বেড়াতে যান সৌরভ। কলাতলীতে পৌঁছে তারা ওই হোটেল কক্ষটি ভাড়া নেন।

হোটেল সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যার পর কক্ষের দরজা দীর্ঘক্ষণ ধরে ভেতর থেকে বন্ধ থাকায় সন্দেহ হয়। পরে বন্ধুরা দরজা খুলে সৌরভকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, ঘটনাটিকে ‘অস্বাভাবিক মৃত্যু’ হিসেবে মামলা করার প্রক্রিয়া চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন