গণভোট নিয়ে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর সিদ্ধান্ত : সিইসি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে এ বিষয়ে সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়ার পরই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের কথা বলেছেন।
এ বিষয়ে ইসির অবস্থান জানতে চাইলে সিইসি নাসির উদ্দিন বলেন, “আমি সংলাপে ছিলাম, বক্তৃতাটা শুনিনি। কী বলেছেন, কোন প্রসঙ্গে বলেছেন— তা বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক হবে না।”
তিনি আরও বলেন, “যেহেতু বিষয়টি এখনো আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি, তাই এখনই মতামত দেওয়া যথার্থ হবে না। সরকার ফরমালি বিষয়টি জানালে আমরা তা পর্যালোচনা করব, কমিশনে আলোচনা করব, তারপর সিদ্ধান্ত জানাবো।”
এমএ//