আন্তর্জাতিক

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে ইরানের সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, এই ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে।

তাদের অধীনস্থ অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনকে সহায়তা করা একাধিক ক্রয় নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে

এই নেটওয়ার্কে জড়িত ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। আর শুধু ইরান নয়; তারা ছড়িয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, চীন, হংকং, ভারত, জার্মানি আর ইউক্রেন পর্যন্ত!

অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল বলছে, এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইরানের সামরিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।বিশেষ করে যেসব প্রযুক্তি ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়

 

এসএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন