জাতীয়

নতুন কুঁড়ি শিশুদের নতুনভাবে চিনে নেয়ার সুযোগ করে দিয়েছে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘নতুন কুঁড়ি প্রতিযোগিতা শিশু-কিশোরদের নিজেদের নতুনভাবে চিনে নেওয়ার সুযোগ করে দিয়েছে।’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত নতুন কুঁড়ি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, এই আয়োজনের মাধ্যমে দেশের শিশু-কিশোররা তাদের প্রতিভা প্রকাশের সুযোগ পাচ্ছে। তাদের সৃজনশীল বিকাশ অব্যাহত রাখতে নিয়মিতভাবে এমন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, ‘যে নিজেকে আবিষ্কার করতে পারে, সেই-ই প্রকৃত অর্থে সফলতার পথে এগিয়ে যেতে পারে। নতুন কুঁড়ি সেই আত্ম-আবিষ্কারেরই দরজা খুলে দিয়েছে। এই মঞ্চ না থাকলে হয়তো অনেকেই জানতেই পারত না, তাদের ভেতর কতটা সম্ভাবনা লুকিয়ে আছে।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় অংশ নেয় সারাদেশের হাজারো শিশু। নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা ও অভিনয়সহ ১২টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক ও বিভাগীয় পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে হয় চূড়ান্ত পর্ব। এদিন ‘ক’ ও ‘খ’ গ্রুপের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন