আন্তর্জাতিক

কাগজে-কলমে যুদ্ধবিরতি, বাস্তবে চলছে গণহত্যা

ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও প্রায় প্রতিদিনই আক্রমণ করছে ইসরায়েলি বাহিনী। গেল ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় তিনজন মারা গেছেন।

গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন এলাকা থেকে ৩৫ অজ্ঞাত ফিলিস্তিনির মরদেহ আল-শিফা হাসপাতালে নেয়া হয়েছে।

সবশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় ৬৯ হাজারেরও বেশী মানুষ মারা গেছেন। আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৬৯৪ জন। যুদ্ধবিরতির পর হামলায়  নিহত হয়েছেন ২৪৫ ফিলিস্তিনি। দুই বছরে ইসরায়েলী আগ্রাসনে অঙ্গচ্ছেদ হয়েছে ৬ হাজারেরও বেশি মানুষের। তাদের বড় অংশই নারী ও শিশু। 

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন