দেশজুড়ে

গাজীপুরে আরও দুই বাসে অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

গাজীপুরে ফের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) ভোরে মহানগরের দুটি স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

ভোর সাড়ে ৪টার দিকে ভোগড়া বাইপাসে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। জয়দেবপুর থেকে ঢাকার নিউমার্কেটগামী বাসটিতে অগ্নিসংযোগে আংশিক পুড়ে যায়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা রাজীব হোসেন জানান, ফজরের আজানের পরপরই ফায়ার স্টেশনের সামনেই বাসটিতে আগুন দেয়া হয়। এতে কেউ হতাহত হয়নি, তবে বাসের আসন ও ভেতরের অংশ পুড়ে গেছে।

এছাড়া, শ্রীপুর থানার বেড়াইদের চালা এলাকায় ভোর ৪টা ৫০ মিনিটের দিকে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির ইঞ্জিন ও আসন পুড়ে যায়।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ধারাবাহিক এসব অগ্নিসংযোগে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে কয়েকটি বাসের ব্যাপক ক্ষতি হয়েছে। নিরাপত্তা জোরদার করতে ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে স্থানীয় পুলিশ।

এর আগে গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুজন মোটরসাইকেল আরোহী। তারা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন